সম্প্রতি দেশের অন্যান্য জেলার ন্যায় নোয়াখালী জেলায়ও বিরাজমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে কতিপয় অসাধু ব্যাক্তি বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগসহ সরকারি সম্পদ ধ্বংস ও জানমালের ব্যাপক ক্ষতিসাধন করছে। বিরাজমান সংঘাতময় পরিস্থিতির কথা বিবেচনা করত: অত্র কার্যালয়ের আলামতখানার নিরাপত্তা, প্রানহানি ও অপরাধ প্রবনতা ঘটার আশংকা থাকে। সে কারণে অফিসের নিরাপত্তার স্বার্থে ০৭ আগস্ট ২০২৪ খ্রি. তারিখ হতে ০৮ আগস্ট ২০২৪ খ্রি. তারিখ সময়ে নিম্নলিখিত কর্মচারীগণ পারষ্পরিক সমন্বয়ের মাধ্যমে বিধি মোতাবেক নোয়াখালী জেলার অফিস ও আলামতখানার সার্বিক নিরাপত্তার বিষয়ে সার্বক্ষণিক অফিসের মূল ফটকে অফিস চলাকালীন সময়ে দায়িত্ব পালন করবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস