১। শিক্ষা প্রতিষ্ঠানের মেন্টরদের নিয়ে একটি কর্মশালা ও একটি প্রশিক্ষণের আয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নিয়মিত খাতা, কলম, ষ্টিকার, মাদক বিরোধী হিউম্যান বডি বিতরণ হচ্ছে।
২। ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দিবসের স্লোগান সম্বলিত টি-শার্ট, ছাতা, স্টিকার/লিফলেট বিতরণ।
৩। চীফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গন ও নিজ কার্যালয়ের সামনে এলইডি কিয়স্ক স্থাপনের মাধ্যমে মাদকবিরোধী শর্টফ্লিম, নাটিকা ও স্লোগান নিয়মিত প্রচার করা।
৪। বিভিন্ন সরকারি অফিসের দ্শ্যমান স্থানে মানবদেহের মাদকের ক্ষতিকর প্রভাব সম্বলিত ফেস্টুন লাগানো।
৫। মাদকবিরোধী কর্ম শালা, সভা, সেমিনার, বিদ্যালয়সমূহে মাদকবিরোধী শ্রেণী বক্তব্য, আলোচনা সভার আয়োজন নিয়মিত হচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS